বাংলালিংক রিচার্জে আনলিমিটেড ক্যাশব্যাক

Date: 1st May, 2025 - 7th May, 2025

Expired

বাংলালিংক রিচার্জে আনলিমিটেড ক্যাশব্যাক

বাংলালিংক রিচার্জে আনলিমিটেড ক্যাশব্যাক
আনলিমিটেড ক্যাশব্যাক পেতে কার না ভালো লাগে? তাইতো শুধু নগদ থেকে বাংলালিংক নাম্বারে নির্দিষ্ট রিচার্জের উপর চলছে আনলিমিটেড ক্যাশব্যাক অফার।

বিস্তারিত

১। যেকোন বাংলালিংক নাম্বারে নগদ অ্যাপ অথবা *167# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে একাধিকবার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন নিচের টেবিল অনুযায়ী –
২। আপনার যেই নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলেছেন/খুলবেন এবং উপরের টেবিল অনুযায়ী রিচার্জ করবেন, সেই নগদ একাউন্টে ক্যাশব্যাকটি পাবেন
৩। আপনি এই অফারের শর্তাবলি অনুযায়ী উপযুক্ত হলে রিচার্জ করার পর ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন
৪। এই অফারটি চলবে – ১ মে, ২০২৫ থেকে ৭ মে, ২০২৫ পর্যন্ত।
৫। এই অফারটিতে অংশগ্রহণ করতে হলে আপনার নগদ একাউন্টটি (ফুল প্রোফাইল) অবশ্যই সচল থাকতে হবে
৬। এই অফারটির আওতাভুক্ত প্যাকেজসমূহ সম্পর্কিত সকল তথ্যের দায়ভার বাংলালিংক-এর। নগদ শুধু ক্যাশব্যাক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ
৭। এই অফারের আওতাধীন সব শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করে অথবা অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন, তবে নগদ ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে অফারের সময়সীমা শেষ হওয়ার পরবর্তী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে। তারপরেও যদি আপনি কোনো কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফারের আওতাভুক্ত থাকবেন না এবং নগদ এই ক্যাশব্যাক এর জন্য আর দায়ী থাকবে না
৮। নগদ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে
৯। এই সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

শর্তাবলী

নগদ ঘোষণা করে যে,
ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না
খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না
গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন
 ঘ) এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ-এর এই ক্যাম্পেইনে একজন ব্যাক্তির সম্পূর্ণ সম্মতি সহ অংশগ্রহণ কেবল ঐ ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়
ঙ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে
চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে
mobile operator soboffer offer deals discount cashback banglalink nagad

Related Offers